
দূর্গাপূজার নিরাপত্তা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান।
নিজস্ব প্রতিবেদক, HindusNews:
বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)-এর আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হলো “আসন্ন দুর্গা পূজার নিরাপত্তা, অন্তবর্তী সরকারের এক বছর, বৈষম্যমুক্ত ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে করণীয়” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সভায় বিশেষভাবে আলোচিত হয়।
সভায় বক্তারা বলেন, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিষবাষ্প দূর করে প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে সকল সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। দুর্গাপূজার মতো জাতীয় ও সাংস্কৃতিক উৎসবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সক্রিয় হতে হবে।
বাংলাদেশ হিন্দু মহাসংঘের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি পীযূষ দাস। তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা প্রসঙ্গে বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, “নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রশাসনকে যেমন সচেষ্ট হতে হবে, তেমনি স্থানীয় জনগণেরও সহযোগিতা লাগবে।” একই সঙ্গে তিনি বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
বিএসপি আয়োজিত এই আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তারা বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তাই পূজার নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রের পাশাপাশি সমাজেরও দায়বদ্ধতা রয়েছে।
আলোচনার সারসংক্ষেপে তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্ব পায়—
দুর্গাপূজার সময়ে সব মণ্ডপে নিরাপত্তা জোরদার করা
অসাম্প্রদায়িক চেতনায় সমাজ গঠনে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সামাজিক ঐক্য জাগ্রত করা
অন্তবর্তী সরকারের এক বছরের অর্জন ও ঘাটতির মূল্যায়ন করে ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারণ
বক্তারা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৈষম্যমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দল, প্রশাসন ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।