
শিবচরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক, HindusNew:
মাদারীপুরের শিবচর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (তারিখ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের আমন্ত্রণে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা বসে।
সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় দুর্গাপূজা কেন্দ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা, বিদ্যুৎ ও আলোকসজ্জা নিশ্চিতকরণ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সবাইকে পূজামণ্ডপগুলোতে শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান।
বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি একটি সার্বজনীন ও সামাজিক উৎসব। তাই সুষ্ঠুভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
সভায় পূজাকে ঘিরে যাতে কোনো অঘটন না ঘটে, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও সতর্ক থাকতে আহ্বান জানানো হয়। একইসঙ্গে পূজা উদযাপনের সময় মণ্ডপগুলোতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত আলোকসজ্জা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলার পূজামণ্ডপ নেতৃবৃন্দ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গাপূজা উদযাপন করা সম্ভব হবে।