
পঞ্চগড়ে বিশ্বকর্মা প্রতিমা ভাংচুর, এলাকায় আতঙ্ক!
পঞ্চগড় প্রতিনিধি, HindusNews:
পঞ্চগড় সদর উপজেলার চানপাড়া এলাকার বলেয়াপাড়ায় ১৮ সেপ্টেম্বর রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিকারীরা স্থানীয় বিশ্বকর্মা মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে।
স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় পুজো অনুষ্ঠিত হলেও রাতের অন্ধকারে কেউ বা কারা প্রতিমার ক্ষতি করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটার সময় কোনো তৎপরতা দেখা যায়নি, ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। "আমরা দিনভর পুজো করেছি, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে প্রতিমা ভাঙা দেখে হৃদয় ভেঙে গেছে,"—বলেছেন একজন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্য।
স্থানীয় সমাজসেবী ও ধর্মীয় নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, "এ ধরনের ঘটনা সমাজে সম্প্রীতি বিনষ্ট করে। আমরা প্রত্যাশা করি, দোষীরা দ্রুত আইনের আওতায় আনা হবে।"
এই ঘটনার ফলে পঞ্চগড় সদর উপজেলা ও আশেপাশের এলাকায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে শোক এবং উদ্বেগের ছায়া নেমেছে।
স্থানীয়রা আরও বলেন, "আমরা চাই যেন এমন অঘটন রোধে প্রশাসনের কড়া পদক্ষেপ নেওয়া হয় এবং আগামীতে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করা যায়।"