আসন্ন দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হুমকি নেই: ধর্ম উপদেষ্টা

3 week ago
VIEWS: 89

তন্ময় মালাকার, নিজস্ব প্রতিবেদক, HindusNews :

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, “আপনারা যারা পূজার্থী, তারা সাহসের সঙ্গে বুক ফুলিয়ে দুর্গাপূজা উদযাপন করবেন। প্রশাসন সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়ে খেয়াল রাখবে যাতে নির্বিঘ্নে পূজা পালন করতে পারেন।”

শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর নালাপাড়া সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত ‘শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব ২০২৫’ উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, পূজা ঘিরে নাশকতারোধে সব গোয়েন্দা সংস্থা কাজ করছে এবং তাদের কাছে কোনো ধরনের হুমকি বা বিশৃঙ্খলার তথ্য নেই। ড. খালিদ হোসেন আরও বলেন, “সব জাতিগোষ্ঠীর মানুষ এ দেশের নাগরিক। বাংলাদেশ সম্প্রীতির অনন্য উদাহরণ। আমাদের দেশ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো দেশ নেই। যারা এই দেশের প্রতি দায়বদ্ধ নয়, তাদের কাজ মানুষিকতা বা ছোট মন-মানসিকতার হয়ে থাকে। আমাদের সকলকে মিলেমিশে একসাথে থেকে হিংসা-বিদ্বেষ পরিহার করতে হবে। স্বাধীনতার ৫৪ বছরে এ দেশের সকল ধর্মের মানুষের অবদান অনস্বীকার্য।”

ড. খালিদ হোসেন জানান, এবার সারাদেশে একটি হটলাইন চালু করা হচ্ছে, যার মাধ্যমে কোনো ধরনের অপরাধ বা উদ্বেগ সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে প্রশাসন ব্যবস্থা নিতে পারবে। তিনি উল্লেখ করেন, পূজার সময় সাধারণত স্থানীয় জমি-বিরোধ বা স্থানীয় বিবাদ থেকে কিছু অপরাধ ঘটতে পারে। কিন্তু যারা পূজামণ্ডপ, মাজার-মন্দির, উপাসনালয়ে হামলা করে সরকারের ভাবমূর্তি কলঙ্কিত করতে চাইবে, তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান সরকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃ-তাত্ত্বিক গোষ্ঠীসহ সকল ধর্মের মানুষের পাশে আছে। পূজায় যারা অপরাধ করতে চায়, তাদের সঙ্গে সঙ্গে প্রতিহত করার জন্য স্থানীয় মানুষদেরও সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। এছাড়াও, পূজার বরাদ্দ ২ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ৫ কোটি টাকা করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় সুনামগঞ্জের তাহিরপুরে ২৫ কোটি টাকা ব্যয়ে একটি মন্দির এবং একটি পুকুরঘাট নির্মাণ করছে। ঢাকার খিলক্ষেতে মন্দিরের জন্য রেলওয়ের জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুস ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে মন্দির কমপ্লেক্সের পাশে আরও একটি কমপ্লেক্স ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ নালাপাড়া সমন্বয় পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন অসীত বরণ সেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী দীপক কুমার পালিত, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চট্টগ্রামের সহকারী পরিচালক রিংকু কুমার শর্মা এবং দক্ষিণ নালাপাড়া মন্দির পরিচালনা পরিষদের সভাপতি অনিল পাল প্রমুখ।

ড. খালিদ হোসেন দৃঢ়ভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা দেশের অস্থিতিশীলতা সৃষ্টির জন্য দুর্গাপূজার সময় অপরাধের চেষ্টা করবে, তাদের সকলকে আইনের আওতায় এনে আমরা একসঙ্গে তাদের পরাজিত করব। সনাতন ধর্মাবলম্বীরা যেন সুন্দর ও শান্তিতে দুর্গাপূজা উদযাপন করতে পারে, সেটিই সরকারের মূল লক্ষ্য।”

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন