
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাটি খুঁড়তেই মিলল হিন্দু পরিবারের রেখে যাওয়া পিতলের কলসিভর্তি প্রাচীন ভারতীয় মুদ্রা!
HindusNews ডেস্ক :
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এক অনন্য ঐতিহাসিক ধনসম্পদ উদ্ধার করা হয়েছে। স্থানীয় এক দোকানঘর মেরামতের জন্য মাটি খোঁড়ার সময় পাওয়া যায় একটি পিতলের কলসি, যা ভেতরে ছিল প্রাচীন ভারতীয় মুদ্রায় ভর্তি।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দোকানটি সংস্কারের জন্য মৃত দীনু মন্ডলের ছেলে শাহিদুল ইসলাম খননযন্ত্র (এক্সকাভেটর) ব্যবহার করে মাটি খনন শুরু করেন। কয়েক ফুট গভীর মাটির নিচে খনন করার পর হঠাৎই কলসিটি সামনে আসে।
কলসিতে মোট ১,৮৭৬টি এক রুপি দামের ভারতীয় প্রাচীন মুদ্রা ছিল, যার মোট ওজন প্রায় ২২.৯ কেজি। মুদ্রাগুলোর ওপর খচিত রয়েছে রাজা-রানির মুকুট ও বিভিন্ন প্রতীক। এরা মূলত আঠারো ও উনিশ শতকের সময়ের বিভিন্ন সাল উল্লেখিত মুদ্রা।
স্থানীয় বাসিন্দা সামাদ আলী জানান, “এই এলাকায় আগে অনেক হিন্দু পরিবার বসবাস করত। দেশভাগের সময় তারা ভারতে চলে যাওয়ার আগে এই ধরনের মূল্যবান সম্পদ মাটির নিচে পুঁতে রেখেছিলেন বলে ধারণা করা হচ্ছে। আজ সেই সম্পদ সুরক্ষিত অবস্থায় পুনরায় উদ্ধার হলো।”
শাহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান বলেন, “আমরা যখন মাটি খুঁড়ছিলাম, হঠাৎ পিতলের কলসি বের হয়। ভেতরে অসংখ্য মুদ্রা দেখে আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছে, এই সম্পদ বহু বছর ধরে মাটির নিচে লুকিয়ে ছিল। আমাদের পরিবারের জন্য এটি যেন সৌভাগ্য নিয়ে এসেছে।”
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, “মুদ্রাগুলো বিভিন্ন সময়ের এবং বিভিন্ন মানের বলে মনে হচ্ছে। এগুলো রৌপ্যমুদ্রা কি না, অথবা কোন ধাতু দিয়ে তৈরি তা নিশ্চিত করতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মুদ্রাগুলোর প্রকৃতি, মূল্য ও ঐতিহাসিক গুরুত্ব যাচাই করব।”