
গাজীপুরে হিন্দু স্কুলছাত্রীকে অপহরণ! মুক্তিপণ দাবি!
নিজস্ব প্রতিবেদক, HindusNews:
গাজীপুরের বাসন থানাধীন ভোগড়া বাজার এলাকায় এক স্কুলছাত্রীকে (বয়স ১৪) অপহরণ করে মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, স্থানীয় একটি বিদ্যালয়ে যাতায়াতের সময় এক যুবক ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে হয়রানি করছিল। পরে ১১ আগস্ট ২০২৫ সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ের সামনে থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে পরিবারের দাবি। এরপর অজ্ঞাত স্থানে আটকে রেখে পরিবারকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
পরিবার জানায়, অভিযুক্তের পরিবার ও আত্মীয়দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তারা কোনো তথ্য পায়নি; উল্টো নানাভাবে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
পরবর্তীতে মেয়ের অভিভাবকরা বাসন থানায় লিখিত অভিযোগ করেন, তবে ঘটনার এক মাস পার হলেও এখনো ভুক্তভোগীর সন্ধান মেলেনি।
পরিবারের সদস্যরা বলেন, “আমাদের সংসার এখন শ্মশানের মতো। রান্না নেই, খাওয়া নেই, ঘুম নেই। আমরা জানি না মেয়ে বেঁচে আছে নাকি নেই।”
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকরর্তা HindusNews কে জানান, “বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার ও ভুক্তভোগীকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।”