সিকদারবাড়িতে এবারও হচ্ছে না দুর্গোৎসব!

3 week ago
VIEWS: 209

নিজস্ব প্রতিবেদক, HindusNews:

বাংলাদেশের অন্যতম বিখ্যাত ও দর্শনীয় দুর্গাপূজা আয়োজন হিসেবে পরিচিত বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের আলোচিত সিকদারবাড়ি দুর্গামন্দিরে এ বছরও অনুষ্ঠিত হচ্ছে না দুর্গোৎসব। গত বছরের মতোই পূজার আয়োজন বাতিল হয়েছে বলে নিশ্চিত করেছেন আয়োজক পরিবার।

সিকদারবাড়ির দুর্গোৎসবের সূচনা হয় ২০১১ সালে, যখন একসঙ্গে ২৫১টি প্রতিমা স্থাপন করে মহা আড়ম্বরে পূজার সূচনা করা হয়েছিল। এরপর প্রতি বছরই এই পূজার ব্যাপকতা বৃদ্ধি পায় এবং এটি দেশের অন্যতম বড় দুর্গাপূজায় রূপ নেয়। ২০১৯ সালে পূজার ইতিহাসে রেকর্ড সৃষ্টি হয়—সর্বোচ্চ ৮০১টি প্রতিমা স্থাপন করা হয় সে বছর। ২০২০ সালে করোনা মহামারির কারণে সীমিত আকারে পূজা হলেও সর্বশেষ ২০২৩ সালে আবারও ৫০১টি প্রতিমা স্থাপন করে সিকদারবাড়ি পূজা নতুন মাত্রা পায়।

প্রতিমার অনন্য কারুকাজ, শঙ্খধ্বনি, ঢাক-ঢোলের তালে ধুনুচি নাচ আর চারদিকের আলোকসজ্জা দেখতে প্রতি বছর দেশ-বিদেশ থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থী ভিড় জমাতেন এখানে। পূজাকে কেন্দ্র করে বসত জমজমাট মেলা, আর ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মিলনমেলায় রূপ নিতো সিকদারবাড়ি।

এ বছর কেন পূজা হচ্ছে না—এ বিষয়ে আয়োজক পরিবারের সদস্য লিটন সিকদার বলেন,

> “২৪ সালের জুলাই আন্দোলনে অনেক মানুষের প্রাণহানি হয়েছিল। তখন কারো মন ভালো ছিল না, তাই গত বছর পূজা হয়নি। পারিবারিক কারণে এবছরও পূজার আয়োজন থাকছে না।”

এদিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক মোহনলাল হালদার বলেন,

> “লিটন সিকদারের বাড়িতে পূজার আয়োজন হচ্ছে না। তবে এ বছর জেলায় ৬০৫টি মণ্ডপে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মা দুর্গা গজে চড়ে আগমন করবেন এবং দোলায় চড়ে বিদায় নেবেন। পূজায় বিশ্ববাসীর শান্তি কামনা করছি।”

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন