সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, সবাই গর্বিত বাংলাদেশী — ব্যারিস্টার মীর হেলাল

3 week ago
VIEWS: 59

তন্ময় মালাকার, চট্টগ্রাম প্রতিনিধি, HindusNews :

চট্টগ্রামের হাটহাজারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, “দেশে কেউ সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শনের আলোকে আমরা সবাই গর্বিত বাংলাদেশী।”

তিনি অভিযোগ করেন, “জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনা রাজনৈতিক ফায়দা হাসিল করেছিলেন। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে জাতিকে বৈষম্যহীন, সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবে।”

আগামী দুর্গাপূজাকে ঘিরে কোনো অপশক্তি যাতে বিশৃঙ্খলার পথ বেছে নিতে না পারে, সেজন্য দলীয় নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মীর হেলাল।

শনিবার (তারিখ উল্লেখ নেই) হাটহাজারী সদরের পার্বতী স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মাস্টার লায়ন অশোক কুমার নাথ।

বক্তব্য রাখেন—

উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, আইয়ুব খান, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, শাহেদুল আজম, এডভোকেট রিয়াদ উদ্দিন, বিএনপি নেতা আলহাজ্ব রহমতুল্লাহ মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ সালাউদ্দিন আলী, ডা. আবুল খায়ের, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, সৈয়দ মোস্তফা আলম মাসুম, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব পার্থ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা সহ-সভাপতি বাবলু দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের হাটহাজারী উপজেলা আহ্বায়ক উত্তম কুমার দাশ, সদস্য সচিব শিমুল কুমার নাথ, উপজেলা যুবদলের সচিব নুরুল কবির, জি এম সাইফুল, কামাল উদ্দিন, নিজাম উদ্দিন হাকিম, ঈসা শফি প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অস্থিরতা বা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন