
ঝিনাইদহে ৮০ হিন্দু পরিবারের জামায়াতে যোগদান!
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ, HindusNews :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রামের মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনটি সমাজের মোট ৮০টি হিন্দু পরিবার আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেয়। এ সময় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা জামায়াতের আমির এ এস এম মতিউর রহমান।
গ্রামের প্রবীণ ব্যক্তি বিকাশ জানান, তিনি অনেক দিন ধরেই জামায়াতের মতাদর্শে বিশ্বাসী। সেই ধারাবাহিকতায় তাঁর উদ্যোগেই গ্রামের তিনটি সমাজের ৮০টি পরিবার একসঙ্গে জামায়াতে যোগ দিয়েছে। তাঁর মতে, জামায়াতে ইসলামী শুধু মুসলমানদের নয়, হিন্দুদেরও সুরক্ষা দিতে সক্ষম। তাই তাদের লক্ষ্য এখন জামায়াতের রাজনীতিকে শক্তিশালী করা।
শৈলকুপা উপজেলা জামায়াতের আমির এ এস এম মতিউর রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ এখন নিরাপত্তা চায় এবং জামায়াত সে কাজ করছে। তিনি দাবি করেন, জামায়াত সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় এবং তাদের প্রকৃত স্বাধীনতা ফিরিয়ে দিতে চায়।
এই ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
কেউ একে জামায়াতের সাফল্য হিসেবে দেখছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন, এত বড় সিদ্ধান্ত কি সত্যিই পুরোপুরি স্বেচ্ছায় নেওয়া হয়েছে নাকি সামাজিক বা রাজনৈতিক চাপ ছিল।
বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিককে ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। কিন্তু স্থানীয় পর্যায়ে ধর্ম, রাজনীতি ও নিরাপত্তা সবসময়ই একে অপরের সঙ্গে জড়িত থাকে। তাই এই ঘটনার ভবিষ্যৎ প্রভাব কী হবে তা নিয়ে নানা আলোচনা চলছে।