
লিটন দাসের নেতৃত্বে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অনবদ্য জয়
HindusNews ডেস্ক :
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ–২০২৫ এর সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে দারুণ সূচনা করেছে। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন লিটন, যা শেষ পর্যন্ত বাংলাদেশের পক্ষে কাজে দেয়।
শ্রীলঙ্কা ইনিংসের শুরুতে দারুণ ছন্দে থাকলেও বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে ধীরে ধীরে রানের গতি কমে আসে। দাসুন শানাকা ৩৭ বলে অপরাজিত ৬৪ রান করে দলকে ভরসা দেওয়ার চেষ্টা করলেও নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কা ১৬৮ রানে থেমে যায়। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ৩টি এবং মাহেদি হাসান ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ধীরগতির হলেও সাইফ হাসান ও তাওহিদ হ্রিদয় দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। শেষ পর্যন্ত শেষ ওভারে মাত্র ৫ রান বাকি থাকতেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই ম্যাচে লিটন দাস নিজের নেতৃত্বের পাশাপাশি আরেকটি মাইলফলক ছুঁয়েছেন। তিনি এখন বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক। ধারাবাহিক পারফরম্যান্স আর বড় ম্যাচে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের মাধ্যমে তিনি এ অর্জন করেছেন।
এ জয় শুধু সুপার ফোরে ভালো সূচনা নয়, বরং দলের আত্মবিশ্বাস ও মনোবলও বাড়িয়ে দিয়েছে। আগামীতে ভারত ও পাকিস্তানের মতো প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে খেলতে এই জয়ের প্রেরণা কাজে দেবে বলে আশাবাদী ক্রিকেটপ্রেমীরা।