
শুভ মহালয়ার রাতে সরিষাবাড়ীতে দূর্গা প্রতিমা ভাঙচুর
3 week ago
VIEWS: 131
শুভ রায়,নিজস্ব প্রতিবেদক, HindusNews :
জামালপুরের সরিষাবাড়ীতে শুভ মহালয়ার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি দূর্গা প্রতিমা ভাঙচুর করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার একটি পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। পূজার প্রস্তুতি চলাকালীন এ ধরনের হামলায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যরা জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ চলছিল। হঠাৎ রাতের অন্ধকারে দুর্বৃত্তরা প্রতিমায় হামলা চালিয়ে বেশ কয়েকটি অংশ ভেঙে ফেলে। পরের দিন সকালে স্থানীয়রা এসে ঘটনাটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
Visit www.hindus.me
to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন
Post Comment