
মহালয়ায় বিশ্ববাসীকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
HindusNews ডেস্ক:
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বিশ্ববাসীকে শুভ মহালয়ার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের সরকারি ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।
পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, “দুর্গাপূজার পবিত্র দিনগুলি যতই ঘনিয়ে আসছে, আমাদের জীবন আলো এবং উদ্দেশ্যে ভরে উঠছে। মা দুর্গার ঐশ্বরিক আশীর্বাদ অটল শক্তি, স্থায়ী আনন্দ এবং চমৎকার স্বাস্থ্য বয়ে আনুক সবার মাঝে।”
তিনি আরও উল্লেখ করেন, শারদীয় দুর্গাপূজা কেবল ভারতের নয়, সারা বিশ্বের বাঙালি ও হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব। তাই এই উৎসবকে কেন্দ্র করে মানুষে মানুষে বন্ধন দৃঢ় হয় এবং ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে।
প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছাবার্তা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। হাজারো অনুসারী মন্তব্যের মাধ্যমে তাঁর শুভেচ্ছা গ্রহণ করেছেন এবং মা দুর্গার কাছে নিজেদের মঙ্গল কামনা করেছেন।
ভারতের বিভিন্ন প্রদেশে ইতিমধ্যে দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়ে গেছে। কলকাতা, আসাম, ত্রিপুরা, ওডিশা সহ নানা জায়গায় পূজামণ্ডপ নির্মাণ ও প্রতিমা তৈরি শেষ পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী মোদির এই শুভেচ্ছা বার্তা পূজার আগাম উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে বলে অনেকে মত দিয়েছেন।