চিন্ময় প্রভুর মুক্তি চাইলেন গণফোরাম সভাপতি সুব্রত চৌধুরী

3 week ago
VIEWS: 205

নিজস্ব প্রতিবেদক,HindusNews :

সনাতন সম্প্রদায়ের আস্থা ভরসা অর্জনে চিন্ময় মহাপ্রভুকে অবিলম্বে মুক্তি দিয়ে সরকার নিজেকে অসাম্প্রদায়িক ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল প্রমাণ করুক। শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সনাতন পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি করেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম পার্টি ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়, সাংবাদিক অশোক ধরসহ অন্যরা।

সুব্রত চৌধুরি বলেন, আমরা এই সমাজে পুলিশ পাহারা দিয়ে পূজা করতে চাই না। আমাদের দেশে ঈদ পূজা খ্রীস্টমাস, বৌদ্ধ পূর্ণিমা হবে জনগণের অংশগ্রহণে। পুলিশের পাহারা কেন লাগবে? দেশের জনগণের ওপর ভরসা থেকে আমাদের অনুষ্ঠান করতে হবে। সারা বছর আমাদের সৌহার্দ সম্প্রীতির কথা বলে যেতে হবে। শুধু পূজা আসলেই কেন সম্প্রীতির কথা বলতে হবে? সারা বছর বলতে হবে। মসজিদে খুৎবায় বলতে হবে। সারা বছর এই চর্চাটা আমাদের থাকতে হবে। আপনি শুধু বিশেষ দিনে বিশেষ ধর্মের লোকের সামনে বলবেন আর অন্য কোথাও অন্য কোনো সময়ে বলবেন না। এটা হতে পারে না।

তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর অনেক নির্যাতন হয়েছে। যেটা অন্য কোথাও দেখা যায় না। সেটার শুরু করেছে ওই পতিত আওয়ামীলীগ। পাকিস্তান আমলের শত্রু সম্পত্তি আইনকে নাম পরিবর্তন করে করা হলো অর্পিত আইন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই আইনের আওতায় পড়বে মুসলিমরা পড়বে না। কি সাম্প্রদায়িক চরিত্র এই আইনে। ২০০১ সালে এটা বাতিল করা গেলেও এখনো অন্য ভাবে এটা টিকে আছে। নির্দিষ্ট সময়ে কস্টোডিয়ান থাকার পর এই সব সম্পত্তি ফিরিয়ে দেবার কথা বলা হলেও আজও তা এই দেশে টিকে আছে। এবং হিন্দুদের ওপরই এই আইন প্রয়োগ করা হয়েছে।

তিনি বলেন,চিন্ময় প্রভুকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। আলিফ হত্যায় চিন্ময় প্রভু জড়িত নন। তাকে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলায় জড়ানো হয়েছে। অলিফ হত্যার বিচার তিনিও চান। সেই বিচার করতে যেয়ে অন্যায়ভাবে চিন্ময় প্রভু আটকে রাখা যায় না।

তিনি বলেন, পাকিস্তান আমলে রমনা কালী বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছিল। যুদ্ধ বিধ্বস্ত দেশে সবকিছু ঠিক করা হলো। রমনা কালীবাড়ি সংস্কার করতে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিব বলেন তোরা পোস্তগোলা গিয়ে রমনা কালীবাড়ি কর।তাকে বোঝাতে পাড়লাম না দেবোত্তর সম্পত্তি স্থানান্তর হয় কীভাবে? । এ নিয়ে কত মামলা হামলা হলো। অবশেষে রমনা কালী বাড়ি ঠিকই হয়েছে। ওই সময় থেকে হিন্দুদের ওপর সাম্প্রদায়িকতা শুরু।

তিনি বলেন, কুমিল্লায় বাহারের নেতৃত্বে সাম্প্রদায়িক হামলা হয়েছে। সেই ঘটনার রেশ ধরে বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হামলা হলে ডিসি এসপিরা নীরব দর্শকের ভূমিকা পালন করে। এর বিচার চাইতে গেলে তৎকালীন সরকার ডিসি এসপির বিচার করতে চান নাই। আদালতকে চাপ দিয়ে সেই বিচার প্রক্রিয়া বন্ধ করে দেন। জুডিশিয়াল ইনকোয়ারি করতে গেলে বিচারপতি ওবায়দুল হাসান বন্ধ করে দেন। আজ সেই বিচারপতি পলাতক। বিএনপি সময়ে এ ধরনের জুডিশিয়াল ইনকোয়োরী বন্ধ হয়নি। তাদের সময়ে করা হামলা মামলার বিচার হয়েছে।

সুব্রত চৌধুরি বলেন, বর্তমানে জুলাই আগস্ট কেন্দ্র করে অনেক গায়েবি মামলা করা হয়েছে। এসব মামলায় অনেকে আসামি নন। তাদেরকে আসামি করা হয়েছে। এসব মামলার কারণে জুলাই আগস্ট মামলা দুর্বল হয়ে গেছে। আমরা আদালত ও রাজনৈতিক দলগুলোকে বলেছি। কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন এসব মামলায় হয়রানির শিকার না হোন। এতে আদালতের ও প্রশাসনের প্রতি জনগণের নেতিবাচক ধারণা তৈরি হবে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন