
দুর্গাপূজা উপলক্ষে ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী
নিজস্ব প্রতিবেদক,HindusNews :
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে দেশের প্রতিটি জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ শুরু করবেন। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য দেন।
তিনি জানান, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। পূজার নিরাপত্তা ও নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
উপদেষ্টা আরও বলেন, “এবার দুর্গাপূজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবী মাঠে কাজ করবে। পূজা যেহেতু একটি ধর্মীয় অনুষ্ঠান, তাই সবার সহযোগিতা ও সতর্কতা অপরিহার্য। এবার এখন পর্যন্ত প্রতিমা ভাঙচুরের ঘটনা তুলনামূলক কম হয়েছে। যেসব এলাকায় ভাঙচুর হয়েছে, সেগুলো সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এদিকে পূজার দিনগুলোতে সারা দেশে পুলিশ, র্যাবসহ বিভিন্ন বাহিনীর সমন্বিত টহল জোরদার করা হবে। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।