
শুভ মহালয়ার বার্তা দিলেন বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দ্বীপ চন্দ্র ভৌমিক
HindusNews ডেস্ক:
শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে মহালয়ার পবিত্র দিনে সনাতন ধর্মাবলম্বী সকল ভ্রাতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দ্বীপ চন্দ্র ভৌমিক।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, মহালয়া কেবল দেবী দুর্গার আগমনের দিন নয়; এটি শুভশক্তির জাগরণ ও অশুভ শক্তির বিনাশের প্রতীক। এই দিন থেকেই শুরু হয় শারদীয় দুর্গোৎসবের শুভসূচনা। মা দুর্গার আগমনী বার্তা ন্যায়, সত্য ও মঙ্গলের পথে চলতে সকলকে উদ্বুদ্ধ করে।
দ্বীপ চন্দ্র ভৌমিক আহ্বান জানান, এবারের শারদোৎসব সর্বত্র যেন সাত্ত্বিক, সু-শৃঙ্খল ও ভক্তিমূলক পরিবেশে পালিত হয়। প্রতিটি পূজা মণ্ডপ হোক শান্তি, ভ্রাতৃত্ব ও আনন্দের কেন্দ্রবিন্দু। পূজা যেন হয় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যের সুমিলনে।
তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তর, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান, দেশের প্রতিটি মন্দির ও পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হোক। যাতে কোনো ধরনের ভীতি বা আশঙ্কা ছাড়াই ভক্তরা পূজা-অর্চনায় অংশ নিতে পারেন।
তার মতে, দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি বাংলার হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এ উৎসব মানুষকে ঐক্যবদ্ধ করে, মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে এবং শুভশক্তির বিজয়ের বার্তা দেয়।
শেষে দ্বীপ চন্দ্র ভৌমিক মহালয়ার পবিত্র দিনে প্রার্থনা করেন—
অশুভ শক্তির বিনাশ হোক,
ন্যায়, সত্য ও মঙ্গল প্রতিষ্ঠিত হোক,
এবং শারদীয় দুর্গোৎসব হোক শান্তিপূর্ণ, আনন্দঘন ও ভ্রাতৃত্বপূর্ণ।
তিনি তাঁর বার্তা শেষ করেন—
“শুভ মহালয়া। জয় মা দুর্গা।”