
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে শুরু হচ্ছে ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’
নিজস্ব প্রতিবেদক :
শুভ মহালয়ার পুণ্য লগ্নে শুরু হতে যাচ্ছে ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’। প্রথমবারের মতো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে এই বর্ণাঢ্য উৎসব।
আয়োজন সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এ বছর আয়োজন করা হচ্ছে যাত্রাপালা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের প্রথম ধাপ হিসেবে আগামী ১৩ আশ্বিন ১৪৩২ / ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে যাত্রাপালা ‘মহিষাসুর মর্দিনী, দেবী দুর্গা’।
পরবর্তী ধাপে আগামী ১৪ আশ্বিন ১৪৩২ / ১ অক্টোবর ২০২৫, বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ০০ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাক-ঢোলের বাদ্যের সঙ্গে শুরু হবে এই অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পীরা—অনিমা রায়, দেবলীনা সুর দোলা, খুরশিদা ও সিয়া সাহা।
উদ্যোক্তারা জানিয়েছেন, দুর্গোৎসবের শুভলগ্নে এই আয়োজন দেশের সংস্কৃতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ঐতিহ্যকে আরও উজ্জ্বল করবে। সনাতন ধর্মাবলম্বীসহ সংস্কৃতিপ্রেমী সবাইকে এই উৎসবে যোগদানের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।