
রাজবাড়ীতে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময় সভা
সাগর, নিজস্ব প্রতিবেদক, HindusNews :
রাজবাড়ী: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫কে সামনে রেখে রাজবাড়ী জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে আজ রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত পূজা উদযাপন কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতেই পূজা উদযাপনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার লক্ষ্যে মুক্ত আলোচনার আয়োজন করা হয়। এতে পূজা কমিটির নেতারা পূজা আয়োজন ও নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতির কথা তুলে ধরেন।
সভায় পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম বলেন, “রাজবাড়ী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে পুলিশ প্রশাসন ইতোমধ্যেই সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। পূজার আগে, পূজাকালীন এবং পূজার পরবর্তী সময়ের জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, দর্শনার্থীদের নির্বিঘ্নে মণ্ডপে প্রবেশ নিশ্চিত করতে ট্রাফিক বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সুপার পূজা মণ্ডপগুলোতে শতভাগ সিসিটিভি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান এবং পূজা উদযাপনকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সভায় পূজা উদযাপনকে কেন্দ্র করে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় জেলা পুলিশের প্রস্তুতির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
এই মতবিনিময় সভার মধ্য দিয়ে রাজবাড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা আরও সুসংহত ও সমন্বিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।