
প্রথমবারের মতো কুমিল্লার রাজরাজেশ্বরী মন্দির প্রাঙ্গণে মহালয়া উৎসব উদযাপন
কুমিল্লা প্রতিনিধি, HindusNews :
শ্রী শ্রী দুর্গোৎসবের পুণ্যময় সূচনা হিসেবে মহালয়া বাঙালি হিন্দুদের জীবনে একটি আবেগঘন দিন। এ বছর কুমিল্লায় প্রথমবারের মতো রাজরাজেশ্বরী কালী মাতা মন্দির প্রাঙ্গণে মহালয়া উৎসব অনুষ্ঠিত হলো। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টায় নগরীর মনোহরপুরে অবস্থিত শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালী মাতা মন্দিরে গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের যৌথ আয়োজনে এই উৎসবের আয়োজন করা হয়।
ত্রিশূল গীতা শিক্ষালয়, শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালী মাতার মন্দির গীতা শিক্ষালয়, চন্দ্রিকা গীতা শিক্ষা কেন্দ্র, শ্রী শ্রী গুপ্ত জগন্নাথ মন্দির গীতা শিক্ষালয় এবং মহেশাঙ্গণ নিষ্কাম কর্মযোগ গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীরা এই মহালয়া উৎসবের মূল উদ্যোক্তা। সকালে পূজামণ্ডপে স্তোত্রপাঠ, চণ্ডীপাঠ ও ভক্তিমূলক গান পরিবেশনের মাধ্যমে দেবী দুর্গার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশূল গীতা শিক্ষালয়ের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাড. তপন বিহারী নাগ, অ্যাড. প্রদীপ কুমার দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন ঐক্য ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহবায়ক শ্যামলকৃষ্ণ সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার আহবায়ক কমল চন্দ খোকন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক অচিন্ত দাশ টিটু এবং ত্রিশূল গীতা শিক্ষালয়ের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রোটাঃ নারায়ণ চন্দ্র ভৌমিক, অ্যাড. স্বর্ণকমল নন্দী পলাশ, তাপস কুমার নাহা ও অ্যাড. তাপস চন্দ্র সরকার প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন ত্রিশূল গীতা শিক্ষালয়ের প্রধান তত্ত্বাবধায়ক অধ্যাপক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য্য, তত্ত্বাবধায়ক ড. বিশ্বজিৎ দেব, ত্রিশূল গীতা শিক্ষালয়ের সভাপতি আশিষ দাস ও সাধারণ সম্পাদক অনন্য ভৌমিকসহ বিভিন্ন গীতা শিক্ষালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং হাজারো ভক্ত-শ্রোতা।
আয়োজকরা জানান, এই মহালয়া উৎসবের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় শিক্ষা ও ভক্তির চেতনা ছড়িয়ে দিতে তারা নতুন উদ্দীপনায় কাজ করছেন। দেবী দুর্গার আবাহন ও শুভ শক্তির জয়ধ্বনি উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক অনন্য আবহ সৃষ্টি করে।