
মহালয়ায় ট্রেনের ভেতর অভিনব অসুরবধ, ভরা প্ল্যাটফর্মে দর্শকের ঢল।
HindusNews ডেস্ক রিপোর্ট, আলিপুরদোয়ার,কলকাতা:
মহালয়া মানেই দেবী দুর্গার আগমন আর শুভ শক্তির জাগরণ।
এ বছর আলিপুরদুয়ারে মহালয়া পেল এক অনন্য মাত্রা। আলিপুরদুয়ার জংশন স্টেশনে ভারতীয় রেলওয়ে ও আলিপুরদুয়ারের স্থানীয় সাংস্কৃতিক সংস্থার যৌথ উদ্যোগে ট্রেনের ভিতরেই অভিনব কায়দায় ‘অসুরবধ’-এর আয়োজন হয়।
স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কামরাগুলিকে সাজানো হয়েছিল দুর্গা প্যান্ডেলের মতো। সেই কামরাগুলির মধ্যেই আয়োজন করা হয় দেবী দুর্গার আবির্ভাব থেকে মহিষাসুর বধের নাট্যরূপ। প্ল্যাটফর্মে দাঁড়ানো হাজারো দর্শক এবং যাত্রী একসঙ্গে উপভোগ করেন এই অভিনব অনুষ্ঠান।
স্থানীয় সাংস্কৃতিক সংস্থার সদস্যরা বলেন, “মহালয়ার দিনে সবাইকে নতুন ধরনের অভিজ্ঞতা দিতে আমরা এই পরিকল্পনা করেছি। এতে যেমন যাত্রীরা আনন্দ পেলেন, তেমনই ভারতীয় রেলও সহযোগিতা করায় আমাদের উৎসাহ বেড়েছে।”
এই অভিনব উদ্যোগে সন্তুষ্ট যাত্রী থেকে শুরু করে রেলের কর্মকর্তারা। ভারতীয় রেলের এক আধিকারিক বলেন, “স্টেশনেই এমন সাংস্কৃতিক পরিবেশনা আগে হয়নি। যাত্রীদের মানসিক চাপ কমাতে ও মহালয়ার শুভলগ্নে সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিতে আমরা সহযোগিতা করেছি।”
অনুষ্ঠান দেখতে সপরিবারে হাজির হয়েছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জীলাল। তিনি বলেন, “এটি সত্যিই অভিনব উদ্যোগ। মহালয়ার দিনে ট্রেনের ভিতরেই অসুরবধের নাট্যরূপ সাধারণ মানুষের মনে যে আনন্দ ও গর্ব জাগিয়েছে, তা অতুলনীয়।”
এই অভিনব আয়োজনের ফলে আলিপুরদুয়ার জংশন স্টেশন পরিণত হয় এক মহালয়া উৎসবমুখর মঞ্চে। সাংস্কৃতিক আবহের মধ্যে ভক্তি, আনন্দ আর সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে রেলযাত্রী ও স্থানীয় মানুষের মধ্যে।