
শুভ মহালয়ার পূণ্যতিথিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের বিশেষ আয়োজন
রংপুর প্রতিনিধি, HindusNews:
শারদীয় দুর্গোৎসবের সূচনায় শুভ মহালয়া উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান। কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে ছিল ভক্তদের সক্রিয় অংশগ্রহণ ও নানা আচার-অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে দেবী দুর্গার আরাধনা ও চণ্ডীপাঠের মাধ্যমে পুণ্যময় পরিবেশ সৃষ্টি হয়। এরপর পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা ও পূজার আয়োজন করা হয়। ভক্তদের উচ্ছ্বাসে ধনুচি নাচের আয়োজন অনুষ্ঠানের প্রাণবন্ততা বাড়িয়ে দেয়।
এবারের আয়োজনে ছিল একটি বিশেষ আকর্ষণ—প্রজেক্টরের মাধ্যমে মহালয়ার সরাসরি সম্প্রচার। উপস্থিত শিক্ষার্থী ও ভক্তরা একসাথে বসে মহালয়ার মহিমা উপভোগ করেন এবং দেবী দুর্গার আবাহনের আবহ অনুভব করেন।
সনাতন বিদ্যার্থী সংসদ, বেরোবির সভাপতি ও সদস্যরা জানান, এ ধরনের আয়োজন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার বোধ জাগিয়ে তোলে। তারা বলেন, মহালয়া শুধু দুর্গাপূজার সূচনা নয়; এটি শুভশক্তির আবাহন ও অশুভ শক্তির বিনাশের প্রতীক।
অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্তবৃন্দ ও শিক্ষার্থীরা ‘জয় মা দুর্গা’ ধ্বনিতে মন্দির প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।