
মৌলভীবাজারে শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত।
শান্ত পাল, মৌলভীবাজার প্রতিনিধি, HindusNews:
মৌলভীবাজারে আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে পৌরসভাস্থ এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম। সভায় অংশগ্রহণকারীদেরকে পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিয়মিত টহলদারি, রাত্রীকালীন পাহারা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়।
পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এ সময় উপস্থিত সকলকে সতর্ক করেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর ছবি বা ভিডিও সম্পর্কে, যাতে সেগুলি সম্প্রচারের মাধ্যমে কোনো ধরনের বিভ্রান্তি বা সংঘাত সৃষ্টি না করে।
সভাটি সঞ্চালনা করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা।
বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা জামায়াতে ইসলামীর আমির এম সাহেদ আলী, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট সুনীল কুমার দাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাস, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী, হেফাজতে ইসলাম মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মাওলানা জামিল আহমেদ আনসারী, এনসিপি মৌলভীবাজার জেলা শাখার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম, বিএনপি নেতা স্বাগত কিশোর দাশ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি, পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদক এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীরা সকলকে সচেতন থাকার এবং পূজামণ্ডপ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণ ও ভক্তদের মধ্যে নিরাপত্তা ও সম্মিলিত সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করা হয়।