

চট্টগ্রামে চণ্ডী তীর্থ মেধস আশ্রমে চট্টগ্রাম পুজা উদযাপন পরিষদের উদ্যোগে মহালয়া উদযাপন
তন্ময় মালাকার, চট্টগ্রাম প্রতিনিধি, HindusNews:
শারদীয় দুর্গোৎসব-২০২৫ এর প্রাক্কালে চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আজ রবিবার (২১ সেপ্টেম্বর) চণ্ডী তীর্থ মেধস আশ্রমে মহালয়া উদযাপন করা হয়েছে। দেবী পক্ষের শুভ সূচনার এই অনুষ্ঠানে ভক্ত ও পূণ্যার্থীসহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সকাল ৮টায় নগরীর আন্দরকিল্লা চত্বর থেকে পূণ্যার্থীদের সঙ্গে বোয়ালখালী মেধস আশ্রমের উদ্দেশ্যে রওনা করা হয়। সকাল ৯টায় চণ্ডী যজ্ঞ ও মাতৃপূজার মাধ্যমে করলডেঙ্গা মেধস আশ্রমে মহালয়ার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠান উদ্ভোধন করেন শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী রামানন্দ পুরী মহারাজ, স্থানীয় ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান মন্নান, মেধস আশ্রম কমিটির উপদেষ্টা বিশ্বজিৎ দত্ত বাবু, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, সহ-সভাপতি বিপুল কান্তি দত্ত, সুনীল চন্দ্র ঘোষ, নিবাস দাশ সাগর, বিজয় কৃষ্ণ বৈষ্ণব, যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ পালিত, অনুপ রক্ষিত, কল্লোল সেন, মহালয়া উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ মায়ের শ্রীচরণে সমবেত অঞ্জলী প্রদান করেন। মহালয়ার প্রার্থনা ও পূজার মাধ্যমে দেবী দুর্গার আগমনের শুভ সূচনা ঘটে। দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, মহালয়া কেবল দুর্গাপূজার সূচনার দিন নয়, এটি শুভশক্তির আবির্ভাব ও অশুভ শক্তির বিনাশের প্রতীক। এ ধরনের অনুষ্ঠান স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও যুবসমাজের মধ্যে ঐক্য, আধ্যাত্মিকতা ও সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।