


নরসিংদীতে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের মহালয়া অনুষ্ঠান
HindusNews প্রতিবেদক:
শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে আজ নরসিংদী জেলা শাখা বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের উদ্যোগে সেবা সংঘ মন্দিরে আয়োজন করা হয় মহালয়া অনুষ্ঠান। পুণ্য লগ্নে অনুষ্ঠিত এই মহালয়া অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুদ্দিন, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমদাদ। এছাড়াও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন এবং জেলা হিন্দু মহাজোট, যুব মহাজোট ও ছাত্র মহাজোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি শুরু হয় দেবী দুর্গার পূজার পুণ্যসূত্রে প্রার্থনা ও ভক্তিমূলক পাঠ দিয়ে। বক্তারা মহালয়ার তাৎপর্য ও সনাতন ধর্মের মূলমন্ত্র সমূহের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মহালয়া শুধুমাত্র দেবী দুর্গার আগমনের দিন নয়, এটি শুভশক্তির জাগরণ ও অশুভ শক্তির বিনাশের প্রতীক।
নরসিংদীর নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম তার বক্তব্যে বলেন, “ধর্মীয় অনুষ্ঠানকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপন করা সমাজে ঐক্য ও শান্তির বার্তা নিয়ে আসে। আমরা সব ধরনের সহযোগিতায় এগিয়ে আসব।”
অনুষ্ঠানটি স্থানীয় সম্প্রদায় ও ছাত্র সমাজের মধ্যে ঐক্যবদ্ধতার শক্তি জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অংশগ্রহণকারীরা অনুষ্ঠান শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে, সনাতন সংস্কৃতির এই পবিত্র উৎসবকে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।