
হিন্দু বন্ধুর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের আড়ালে প্রতারণা: স্বপন লোধের সম্পত্তি দখলের চেষ্টা!
চাঁদপুর জেলা প্রতিনিধি, HindusNews :
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামে দীর্ঘ দিনের বন্ধুত্বে ভাঙন ধরেছে স্বপন চন্দ্র লোধ ও আবুল হাসেম বেপারির মধ্যে। অভিযোগ, মুসলিম বন্ধু আবুল হাসেম বেপারি জালিয়াতি করে স্বপন চন্দ্র লোধের পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছে।
খাজুরিয়া গ্রামের দত্ত বাড়ির স্বপন চন্দ্র লোধ দীর্ঘদিন আবুল হাসেম বেপারির সঙ্গে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়দের সঙ্গে মেলামেশা, পারিবারিক অনুষ্ঠান—সবকিছুতেই দুই পরিবার একে অপরের সঙ্গে ছিল। স্বপন লোধ এমনকি তার ঘরের বিষয়ও পরিবারের সদস্যদের না জানিয়ে আবুল হাসেমকে জানিয়েছিলেন। কিন্তু স্বপন লোধের মৃত্যুর পর ধীরে ধীরে প্রকাশ পায় বন্ধুত্বের আড়ালে সম্পত্তি দখলের চেষ্টা।
স্বপন লোধের ছেলে শিমুল লোধ জানায়, পরিবারের পৈত্রিক সম্পত্তির মধ্যে ৬০ শতক ভূমি ছিল। অভিযোগ, আবুল হাসেম বেপারি জাল দলিল তৈরি করে ৫৬ শতক জমি নিজের নামে নামজারি করেছে। দলিলের বিশদ অনুসন্ধানে দেখা গেছে, ১৯৮৮ সালের ৪৯৮২ নং ও ১৯৯৪ সালের ২৩১৮ নং দলিলে ঘষামাজা ও ছলচাতুরির মাধ্যমে জমির পরিমাণ ও অবস্থান পরিবর্তন করা হয়েছে।
শিমুল লোধ বলেন, “আমরা এখনও বন্ধু হিসেবে তাকে শ্রদ্ধার চোখে দেখি, কিন্তু গত ৫ আগস্টের পর থেকে পরিবারটি আতঙ্কে রয়েছে। আমাদের জমিতে আবাদ করা, পুকুরে মাছ ধরা, গাছগাছালি থেকে ফল নেওয়া—সবই বন্ধ হয়ে গেছে।”
জমি খারিজ বাতিলের জন্য আবেদন করা হয়েছে। ২৫ আগস্ট ২০২৫ তারিখে শুনানীতে দুইটি মূল দলিল ও একটি ভায়া দলিলসহ উপস্থাপন করা হলেও জালিয়াতির বিষয়টি আদালতে উঠে আসে। সহকারি কমিশনার (ভুমি) আদালত আবুল হাসেমকে মূল দলিল এবং সহি-মোহরযুক্ত নকল দলিল জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে উপজেলা ভুমি অফিস সূত্রে জানা গেছে, তিনি এখনও দলিল জমা দেননি।
অভিযোগের বিষয়ে আবুল হাসেম বেপারি বলেছেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। যথাসময়ে মূল দলিল সহকারি কমিশনার (ভুমি) কার্যালয়ে জমা দেব। কিছু সম্পত্তি দীর্ঘদিন ধরে অন্যরা দখল করে রেখেছে।”
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের বন্ধুত্ব হঠাৎ শত্রুতায় রূপ নিয়েছে, যা পরিবারটির জন্য মানসিক ও আর্থিক চাপে ফেলেছে।