
দুর্গাপূজার পর রাকসু নির্বাচন চায় ছাত্রদল
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, HindusNews :
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) বলছে, দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় এখন প্রায় ফাঁকা হয়ে গেছে; ফলে সুষ্ঠু ভোটগ্রহণের স্বার্থে নির্বাচনটি দুর্গাপূজার পর আয়োজন করা উচিত।
রবিবার এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, “আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। গত ৪৮ ঘণ্টা আগে যে উৎসবমুখর পরিবেশ এবং ভোটার ও প্রার্থীদের আনাগোনা ছিলো, সেটা এখন অনেকটাই স্থবির হয়ে গেছে। ভোটার নেই বললেই চলে। বেশিরভাগ শিক্ষার্থী বাসায় চলে গেছে।”
ছাত্রদলের দাবি, নির্বাচন কমিশনকে শিক্ষার্থীদের উপস্থিতি ও মতামত বিবেচনা করে তারিখ নির্ধারণ করা উচিত। তারা বলেন, “আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতি হয়ে একটা সুষ্ঠু নির্বাচন হোক। নির্বাচন কমিশন যদি বিবেচনা করে, ভোটারদের উপস্থিতির কথা যদি বিবেচনা করেন, সেক্ষেত্রে আমি বলব আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন। নির্বাচনটা আমরা চাই দুর্গাপূজার পরই হোক।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গাপূজার ছুটির কারণে এ মুহূর্তে শিক্ষার্থীদের একটি বড় অংশ ক্যাম্পাসের বাইরে অবস্থান করছে। ফলে নির্বাচনের তারিখ নিয়ে নীতিনির্ধারক মহলে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।