
টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের আয়োজনে মহালয়ার বর্ণিল আয়োজন
টাঙ্গাইল প্রতিনিধি,HindusNews:
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ‘সমবেত কণ্ঠে মহালয়া ২০২৫’ শীর্ষক মহালয়া উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
শ্রী শ্রী চণ্ডী পাঠের মধ্য দিয়ে মহালয়ার শুভ সূচনা করা হয়। চণ্ডী পাঠে অংশ নেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব শ্রী পার্থ রজক দাস।
টাঙ্গাইল শহরের আদালতপাড়া পূজা সংসদ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে দেবী দুর্গার আবাহনের অংশ হিসেবে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয় সমবেত কণ্ঠে আগমনী সংগীত, আগমনী নৃত্য ও মহিষাসুর মর্দিনী মঞ্চনাটক।
অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট টাঙ্গাইল জেলা কমিটির সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় মহালয়া উদযাপন প্রাণবন্ত হয়ে ওঠে।
এ সময় উপস্থিত ভক্ত ও অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করে এবং তরুণ প্রজন্মকে শারদীয় দুর্গোৎসবের চেতনার সঙ্গে সম্পৃক্ত করে।