
গজেন্দ্রনাথ প্রামানিকের আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত
সবুজ দত্ত, ঢাকা প্রতিনিধি, HindusNews :
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিকের মেঝ ভাই গজেন্দ্রনাথ প্রামানিকের আত্মার সদগতি ও শান্তি কামনায় প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
শনিবার (তারিখ) বিকেলে রাজধানীর জাতীয় হিন্দু মহাজোটের মহানগর কার্যালয়ে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য, শুভানুধ্যায়ী এবং স্থানীয় হিন্দু সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রার্থনা সভায় গজেন্দ্রনাথ প্রামানিকের জীবনী ও অবদানের বিভিন্ন দিক স্মরণ করা হয়। বক্তারা বলেন, তিনি ছিলেন একজন সদালাপী, পরোপকারী ও ন্যায়পরায়ণ মানুষ। তাঁর মৃত্যুতে শুধু পরিবার নয়, সমাজও একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিকে হারালো।
এ সময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা গজেন্দ্রনাথ প্রামানিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তার আত্মার শান্তি কামনায় সবাইকে প্রার্থনা করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।