
নীলফামারী জেলার শ্রেষ্ঠ ইউএনও প্রীতম সাহা
নিজস্ব প্রতিবেদক,নীলফামারী, HindusNews :
মাত্র তিন মাসের ব্যবধানে নীলফামারী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। গত রোববার জেলা প্রশাসন হলরুমে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এ সম্মাননা সনদ প্রদান করেন।
বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ বালু উত্তোলন দমন এবং অসাধু প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রাখায় তিনি এই স্বীকৃতি অর্জন করেন।
২০২৫ সালের ১ জুলাই কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রীতম সাহা নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে উপজেলাবাসীর কল্যাণে কাজ করে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
এর আগে তিনি যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে তিন বছর দায়িত্ব পালন করে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হন এবং শুদ্ধাচার পুরস্কার পান। পরবর্তীতে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হয়ে পুরস্কৃত হন।
প্রীতম সাহা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃষিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা HindusNews-কে বলেন, “যোগদানের পর থেকেই উপজেলাবাসীর সহযোগিতা পেয়েছি। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের ঐকান্তিক সহযোগিতায় প্রতিটি কাজ সহজ হয়েছে। এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। উপজেলাকে কিভাবে রোল মডেল হিসেবে গড়ে তোলা যায় সে লক্ষ্যে আমরা একটি টিম গঠন করে কাজ করছি। আগামী দিনগুলোতেও যেন আরও সাফল্য অর্জন করতে পারি, সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”
স্থানীয় নাগরিকরা জানিয়েছেন, ইউএনও প্রীতম সাহার নেতৃত্বে কিশোরগঞ্জ উপজেলা ইতিমধ্যেই উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আলাদা পরিচিতি তৈরি করেছে। স্বল্প সময়ে এমন সাফল্য জেলার প্রশাসনিক ব্যবস্থাপনায় এক ইতিবাচক উদাহরণ হয়ে উঠেছে।