শারদীয় দুর্গাপূজায় ভারতে পাঠানো হলো ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল।

2 week ago
VIEWS: 59

HindusNews ডেস্ক :

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতবর্ষে উপহার হিসেবে পাঠানো হয়েছে ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এই চালগুলো দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে বিতরণ করা হবে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে চালভর্তি একটি পিকআপ ভারতে প্রবেশ করে। আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান জানান, চালের সব প্রক্রিয়া মন্ত্রণালয়ের নির্দেশে দ্রুত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

‘চাষী’ ব্র্যান্ডের এসব সুগন্ধি চিনিগুড়া চাল কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে থাকা সি অ্যান্ড এফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূঁইয়া জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্দেশ্যে ৫০০ কেজি চাল পাঠানো হয়েছে। এই চালগুলো হাইকমিশন থেকে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে প্রদান করা হবে।

প্রতিবছরের মতো এবারের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতকে বিভিন্ন উপহার হিসেবে চাল, ইলিশ মাছসহ অন্যান্য পণ্য বিনিময় করা হচ্ছে। এর মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সাংস্কৃতিক যোগাযোগ আরও দৃঢ় হচ্ছে।

রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশে সব প্রক্রিয়া মেনে উপহারের চালগুলো দ্রুত ছাড়করণ করা হয়েছে। দুই দেশের মধ্যে এই ধরনের উপহারের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে।”

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন