চাঁদপুর-মতলবে ৩০০ বছরের পুরোনো শীতলা মন্দিরের জমি দখল, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

2 week ago
VIEWS: 69

নিজস্ব প্রতিবেদক, HindusNews:

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর বাড়ৈগাঁও গ্রামের দেবনাথ বাড়িতে অবস্থিত প্রায় ৩০০ বছরের প্রাচীন শ্রীশ্রী শীতলা ও কালী মন্দিরের জমি দখল ও মন্দির কমিটির সদস্যদের হয়রানি-হুমকির অভিযোগে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ করেছেন।

১৯ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৪টায় নারায়ণপুর পৌরসভা এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বিপুল সংখ্যক ভুক্তভোগী হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তৃতা দেন রবি দেবনাথ, বলাই দেবনাথ, চন্দন দেবনাথ ও নগেন্দ্র দাস। বক্তারা অভিযোগ করেন, দেলোয়ার হোসেন দেলু, মুজিব ও শরিফুল্লা গং মন্দিরে হামলা করে প্রতিমা ও স্থাপনা ভাঙচুর করেছেন এবং মন্দিরের গাছপালা কেটে জমি অবৈধভাবে দখল করেছেন।

এছাড়াও বক্তারা জানান, অভিযুক্ত ভূমিদস্যুরা বাড়িতে প্রবেশ করে ব্রজলাল দেবনাথ ও অঞ্জলি দেবনাথকে ভয়ভীতি ও হুমকি দিয়েছেন। এর ফলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন ভীত-সন্ত্রস্ত অবস্থায় দিনযাপন করছেন এবং ভয়ে মন্দিরে পূজা-অর্চনা চালিয়ে যেতে পারছেন না।

মানববন্ধনে উপস্থিত বক্তারা মন্দিরের দখলকৃত জমি দ্রুত উদ্ধার ও পূজা-অর্চনার নিরাপদ পরিবেশ ফিরিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপের জন্য জোর দাবি জানান।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন