
সাতক্ষীরার তালার কলাপোতা গ্রামে দুর্গাপূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুর!
নিজস্ব প্রতিবেদক, HindusNews:
সাতক্ষীরা জেলার তালা উপজেলার কলাপোতা গ্রামে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতির মধ্যে ঘটে গেছে এক জঘন্যতম ও চরম আপত্তিকর ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দিনের বেলায় প্রতিমা শিল্পীরা প্রতিমা তৈরির কাজ শেষ করে মণ্ডপ থেকে চলে যান। পূজা কমিটির উদ্যোগে রাতে পাহারার জন্য কয়েকজন দায়িত্বপ্রাপ্ত থাকলেও, তারা রাত আনুমানিক ২টার পর মণ্ডপ ছেড়ে নিজ নিজ ঘরে ফিরে যান।
২৩ সেপ্টেম্বর সকালে পূজা কমিটির সদস্যরা মণ্ডপে এসে দেখতে পান যে প্রতিমাগুলোর শাড়ি ছিঁড়ে ফেলা হয়েছে এবং কিছু প্রতিমা আংশিক নষ্ট করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বৃহৎ এই উৎসবের আগে এমন ভাঙচুরের ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয়রা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। তারা দাবি করছেন—দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। পাশাপাশি পূজা কমিটির পক্ষ থেকেও দাবি উঠেছে, ওই রাতে দায়িত্বপ্রাপ্তদের দায়িত্বহীনতার কারণে যে নিরাপত্তার ঘাটতি তৈরি হয়েছে, তা নিয়েও জবাবদিহিতা নিশ্চিত করা হোক।
কলাপোতা গ্রামের পূজার আয়োজকরা বলেছেন, “আমরা প্রশাসনের প্রতি অনুরোধ করছি যেনো দ্রুত অপরাধীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হয়। একইসাথে যারা পাহারায় ছিলেন বা থাকার কথা ছিল, তাদের দায়িত্বহীনতার বিষয়েও তদন্ত করা দরকার।”
এদিকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। পূজার আগে এমন ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি—এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে মণ্ডপ এলাকায় নিরাপত্তা জোরদার করা হোক।