
দেবী বিসর্জনের ঘাট পরিদর্শনে অতিরিক্ত আইজি কুসুম দেওয়ান
ঢাকা প্রতিনিধি
দুর্গাপূজা উপলক্ষে দেবী বিসর্জনের প্রস্তুতি ঘিরে রাজধানীর বীনা স্নান ঘাট পরিদর্শন করেছেন নৌ পুলিশের অতিরিক্ত আইজি কুসুম দেওয়ান। রোববার দুপুরে তিনি এ পরিদর্শনে আসেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাস।
পরিদর্শনকালে অতিরিক্ত আইজি কুসুম দেওয়ান বলেন, “বিসর্জন অনুষ্ঠানে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। ঘাট এলাকায় বাড়তি নজরদারি ও পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে।”
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাস প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “প্রতিবছর দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ ও প্রশাসন যেভাবে সহযোগিতা করে আসছে, এ বছরও আমরা সেই সহায়তা পাচ্ছি।”
ঘাটের নিরাপত্তা, সুষ্ঠু চলাচল এবং সার্বিক প্রস্তুতি ঘিরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন অতিরিক্ত আইজি। তিনি নিশ্চিত করেন, দুর্গোৎসবের সমাপনী আচার শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।