
রংপুরের তারাগঞ্জে বরাতী সার্বজনীন দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর!
নিজস্ব প্রতিবেদক, HindusNews:
রংপুরের তারাগঞ্জে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতির মধ্যে আবারও ঘটলো প্রতিমা ভাঙচুরের ঘটনা। জানা গেছে, তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বরাতী সাহাপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে প্রস্তুতকৃত প্রতিমা গত রাতে দুর্বৃত্তরা ভাংচুর করে
স্থানীয় সূত্রে জানা যায়, পূজা উদ্যোক্তারা রাতের বেলায় প্রতিমাগুলোকে মণ্ডপে রেখে যান। তবে গভীর রাতে কে বা কারা মন্দিরে ঢুকে প্রতিমাগুলো ভাঙচুর করে। সকালে এসে পূজা কমিটি ও স্থানীয়রা এই ভাঙচুরের ঘটনা প্রত্যক্ষ করেন।
ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায় ও পূজা উদ্যোক্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বলেন, “এটি শুধু প্রতিমা নয়, আমাদের ধর্মীয় অনুভূতির ওপর আঘাত।” স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন—দ্রুত তদন্ত করে এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
পূজা কমিটির পক্ষ থেকে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়েছে, প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার করতে হবে যাতে এ ধরনের নাশকতামূলক ঘটনা আর না ঘটে। তারা আরও বলেন, “আমরা চাই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে কেউ আর ধর্মীয় উৎসবে হাত দিতে সাহস না পায়।”
এদিকে ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন ও পুলিশ ইতোমধ্যেই গিয়েছে এবং পূজামণ্ডপের নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিয়েছে।