
খাজুরাহোর জাবরি মন্দিরে ভগবান বিষ্ণুর ভঙ্গ মূর্তি মেরামতি নিয়ে আবেদনপত্রে প্রধান বিচারপতির মন্তব্যে বিতর্ক
HindusNews ডেস্ক :
খাজুরাহোর প্রসিদ্ধ জাবরি মন্দিরে অবস্থিত ভগবান বিষ্ণুর ভঙ্গ মূর্তি মেরামতির জন্য দায়ের করা এক আবেদনপত্রের শুনানি সম্প্রতি ভারতের সর্বোচ্চ আদালতে অনুষ্ঠিত হয়। এই শুনানির সময় প্রধান বিচারপতি বি. আর. গাভাই মৌখিকভাবে মন্তব্য করেন—“মূর্তি মেরামতির জন্য ভগবানকেই প্রার্থনা করুন। আপনি বলেন যে আপনি ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত, তাহলে এখন তিনিই আপনার প্রার্থনা শুনবেন।”
এই মন্তব্য ঘিরে সামাজিক ও ধর্মীয় মহলে আলোচনা শুরু হয়েছে। আদালতকে “ন্যায়ের মন্দির” হিসেবে আখ্যায়িত করে ভারতীয় সমাজে আদালতের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাসের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। তাই আদালতের ভিতরে ও বাইরে সবার বাক্য ও আচরণে সংযম ও মর্যাদা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি আলোক কুমার এ প্রসঙ্গে বলেন, “আমাদের সবার কর্তব্য এই বিশ্বাস শুধু বজায় রাখা নয়, বরং আরও মজবুত করা। আমাদের সবার কর্তব্য হলো নিজের বাক্যে সংযম রাখা—বিশেষ করে আদালতের ভেতরে। এই দায়িত্ব মামলাকারীদের, আইনজীবীদের এবং সমানভাবে বিচারপতিদেরও। আমাদের মনে হয় প্রধান বিচারপতির এই মৌখিক মন্তব্য হিন্দু ধর্মবিশ্বাসের উপহাস করেছে। ভালো হবে যদি এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা যায়।”
এই ঘটনার প্রেক্ষিতে অনেক হিন্দু সংগঠন এবং আইনজীবী মহল বলছে, আদালতের ভাষা ও আচার যতটা সম্ভব নিরপেক্ষ, সংযত ও সম্মানজনক হওয়া উচিত। তারা আশা করছে, ভবিষ্যতে বিচারপতিরা ধর্মীয় অনুভূতিকে স্পর্শ করে এমন মন্তব্য থেকে বিরত থাকবেন এবং ন্যায়বিচারের প্রতীক হিসেবে আদালতের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে।