
এআই-নির্মিত ভুয়া ছবি ও ভিডিও দিয়ে পূজামণ্ডপে হামলার গুজব ছড়ানোর ষড়যন্ত্র, সতর্ক করলেন মৌলভীবাজারের পুলিশ সুপার
শান্ত পাল, মৌলভীবাজার প্রতিনিধি, HindusNews :
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে মৌলভীবাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন নাগরিকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এখন পূজামণ্ডপে হামলা বা মূর্তি ভাঙচুরের ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে।
রবিবার দুপুরে মৌলভীবাজার মডেল থানা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন,
> “এরকম ভিডিও বা ছবি দেখলে আগে যাচাই-বাছাই করবেন। তারা এইসব ভুয়া কনটেন্টের মাধ্যমে আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। সামাজিক বন্ধন দুর্বল করতে চায়। পূজাকে কেন্দ্র করে এই ধরনের প্রোপাগান্ডা এবার আরও বেশি দেখা যাবে। আমাদের কাছে তথ্য আছে, তারা প্রস্তুতি নিচ্ছে। এ ধরনের গুজব দেখলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করবেন।”
পুলিশ সুপার আরও বলেন,
> “আমরা কথায় কথায় বলি মাইনোরিটি গ্রুপ বা সংখ্যালঘু। এই শব্দগুলো সমাজে বিভেদ তৈরি করে। বাংলাদেশে সবাই সমান—তাহলে কেন কাউকে সংখ্যালঘু বলে আলাদা করা হবে? যারা এই শব্দ ব্যবহার করে, তারা কখনও বাংলাদেশের ভালো চায়নি, এখনও চায় না, ভবিষ্যতেও চাইবে না।”
তিনি উল্লেখ করেন, একটি রাষ্ট্রে সব ধর্মের মানুষের সহাবস্থান স্বাভাবিক ব্যাপার। ‘মাইনোরিটি’ শব্দের ব্যবহার মানে আগে থেকেই কারও মনোবল দুর্বল করে দেওয়া। যারা এ ধরনের কথা বলে, তাদের থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
সভায় তিনি স্মরণ করিয়ে দেন,
> “আমরা যত আধুনিক হচ্ছি, ততই হানাহানির মাত্রা বেড়ে যাচ্ছে। বিভিন্ন সময় দেখা যায় পূজামণ্ডপে হাত দেওয়া বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে অথচ ১৫-২০ বছর আগে এমনটা ছিল না।”
তিনি বলেন, বর্তমান সরকার সনাতন ধর্মাবলম্বীদের নিরাপদে, আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব পালনে বদ্ধপরিকর। হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে যাতে চিন্তার কারণ না হয়, সে বিষয়ে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নিরাপত্তার ব্যাপারে কোনও ছাড় দেওয়া হবে না।
সভায় মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ কমিটির সভাপতি ও নেতৃবৃন্দ তাঁদের মতামত ব্যক্ত করেন।
পুলিশ সুপার সবাইকে তৎপর থাকার আহ্বান জানিয়ে বলেন,
> “আপনারা যদি সচেতন থাকেন, দুষ্কৃতিকারীরা কোনও ক্ষতি করতে পারবে না।”