
শৈলকুপার হরিতলা মন্দিরে প্রতিমা ভাঙচুর, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, HindusNews:
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের ঐতিহ্যবাহী হরিতলা মন্দিরে গতরাতে দূর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছিল। মাঝরাতে দুর্বৃত্তরা ঢুকে প্রতিমার মুখমণ্ডলসহ বেশ কয়েকটি অংশ ভাঙচুর করে চলে যায়।
এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা জানান, এটি কেবল একটি প্রতিমা ভাঙার ঘটনা নয়—এটি সাম্প্রদায়িক শক্তির নগ্ন উল্লাস ও নোংরা অভ্যাসের পুনরাবৃত্তি।
ভোরে মন্দির কমিটির পক্ষ থেকে শৈলকুপা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি বলেন, “প্রতিমা ভাঙচুরের মাধ্যমে আমাদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করা হয়েছে। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।”
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে তবে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা বলেন, দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটছে। প্রশাসনের কঠোর ব্যবস্থা ছাড়া এই নৃশংসতা থামানো সম্ভব নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমেও এই ঘটনার নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। মানবাধিকার সংগঠন ও সুশীল সমাজও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।