
বান্দরবানে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে প্রেসক্লাবের মতবিনিময় সভা
অর্পন কর্মকার, বান্দরবান জেলা প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে বান্দরবান প্রেসক্লাব এক মতবিনিময় সভার আয়োজন করেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় জেলার বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ, বান্দরবান-এর সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব বলেন,
“বান্দরবানের রাজার মাঠের পূজামণ্ডপটি দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বৃহৎ মণ্ডপ। এবারের আয়োজন আরও জাঁকজমক ও শান্তিপূর্ণ করতে আমরা সবার সহযোগিতা কামনা করছি। একইসাথে, সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে আমরা এই উৎসবে আমন্ত্রণ জানাচ্ছি।”
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির বলেন,
“বান্দরবান একটি শান্তি ও সম্প্রীতির জেলা। এখানে সকল ধর্মাবলম্বী মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের উৎসব পালন করে থাকে। অতীতের মতো এবারও সাংবাদিক সমাজ পূজার সার্বিক কার্যক্রমে সহযোগিতা করবে এবং উৎসবের প্রকৃত বার্তা সবার কাছে পৌঁছে দেবে।”
মতবিনিময় সভায় বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হকসহ অন্যান্য বক্তারাও এবারের পূজা সফলভাবে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।
এবারের দুর্গোৎসবকে কেন্দ্র করে বান্দরবানে মোট ৩২টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আগামী ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমীর মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমী, ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে। বিজয়া দশমীর দিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সাঙ্গু নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হবে, যার মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।
মতবিনিময় সভা শেষে দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে একটি কেক কাটা হয় এবং বান্দরবান প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন পূজা উদযাপন কমিটির হাতে সৌজন্য উপহার তুলে দেওয়া হয়।
স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ মনে করছেন, বান্দরবানের মতো একটি বহুমাত্রিক সংস্কৃতির জেলায় এই ধরনের উদ্যোগ উৎসবকে আরও সফল ও শান্তিপূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।