
বিএমজেপির ৯ম প্রতিষ্ঠা দিবস উদযাপনে মহাসচিবের কৃতজ্ঞতা প্রকাশ
সবুজ দত্ত, ঢাকা প্রতিনিধি, HindusNews:
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-র ৯ম প্রতিষ্ঠা দিবস নানা আয়োজনে উদযাপিত হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে দিনটি ছিল উৎসবমুখর।
প্রধান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকায়, যেখানে পার্টির মহাসচিব উপস্থিত থেকে সকল নেতাকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বিএমজেপি-র এই বিশেষ দিনে যারা সরাসরি উপস্থিত হয়েছেন, অথবা দূর থেকে শুভেচ্ছা জানিয়েছেন—তাদের প্রতি আমরা গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “৯ বছর আগে যে আদর্শ ও লক্ষ্য নিয়ে আমরা এই দল গঠন করেছিলাম, তার মূল উদ্দেশ্য ছিল দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা ও একটি অসাম্প্রদায়িক, শোষণমুক্ত এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা। আপনাদের অক্লান্ত পরিশ্রম, আত্মত্যাগ ও ভালোবাসাই আমাদের পথচলার শক্তি।”
মহাসচিব স্মরণ করিয়ে দেন যে, দলের যাত্রাপথ কখনোই মসৃণ ছিল না। তবু নেতাকর্মীদের নিরন্তর সমর্থন ও সম্মিলিত প্রচেষ্টায় সব বাধা অতিক্রম করে এগিয়ে চলেছে বিএমজেপি। “এই প্রতিষ্ঠা দিবসে আমরা নতুন করে শপথ নিচ্ছি—দেশের প্রতিটি নাগরিকের অধিকার আদায়ে আমরা আপসহীন থাকব,” তিনি যোগ করেন।
তার মতে, “বিএমজেপি শুধু একটি রাজনৈতিক দল নয়; এটি দেশের নিপীড়িত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। আপনাদের উপস্থিতি ও শুভকামনা আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে আমরা সঠিক পথেই আছি।”
অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও কেক কেটে দলের ৯ম প্রতিষ্ঠা দিবসের সমাপ্তি ঘোষণা করা হয়।