
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন সাভার সরকারি কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক
নিজস্ব প্রতিবেদক, HindusNews:
শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাভার সরকারি কলেজ শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মারুপ। তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন।
মোঃ মারুপ তার শুভেচ্ছা বার্তায় বলেন, দেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় তিনি ও তাঁর সংগঠন প্রতিশ্রুতিবদ্ধ। সংখ্যাগুরু–সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস না করে তিনি মনে করেন, “আমরা সবাই বাংলাদেশি।” পৃথিবীর কোনো ধর্ম মানুষকে অন্যায়, নগ্নতা বা অবক্ষয় শেখায় না। একজন ধর্মভীরু মানুষ যে ধর্মেরই অনুসারী হোক—হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান—অধর্ম মানুষের তুলনায় সর্বদাই শ্রেষ্ঠ।
তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় বলে থাকেন—“দল-মত-ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার; নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার।” এই নীতিকেই তিনি সমর্থন করেন এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।
মোঃ মারুপ বলেন, সব ধর্মের মর্মবাণী শান্তি ও মানবকল্যাণ। হিংসা-বিদ্বেষ, রক্তারক্তি পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠা করা আমাদের সবার কর্তব্য। দুর্গাপূজার অন্তর্নিহিত বাণী হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরূপী অসুরকে বিনাশ করে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করা। এই বাণীকে আত্মস্থ করেই দুর্গোৎসবের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে।
তিনি আরও স্মরণ করিয়ে দেন, যুগ যুগ ধরে শারদীয় দুর্গাপূজা উপমহাদেশসহ বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সুদীর্ঘকাল ধরে এ উৎসব সাড়ম্ভরে পালিত হয়ে আসছে। বাংলাদেশেও দুর্গাপূজা সবসময় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। এ ধরনের ধর্মীয় উৎসব মানুষে মানুষে নিবিড় বন্ধন সৃষ্টি করে এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।
বিগত ১৭ বছরে সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গ টেনে ছাত্রদল নেতা অভিযোগ করেন, “পতিত শেখ হাসিনা সরকার বারবার রাজনৈতিক শোষণ থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। তবে বাস্তবে এ হামলাগুলো ধর্মীয় কারণে নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে।”
শেষে মোঃ মারুপ বলেন, “আমরা সবাই বাংলাদেশি—এটাই হোক আমাদের বড় পরিচয়। আমরা শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।”