
ব্যক্তি ধর্ম অবমাননা করলে দায় একান্ত তার, পুরো সম্প্রদায়ের নয়: ধর্ম উপদেষ্টা
তন্ময় মালাকার, চট্টগ্রাম প্রতিনিধি।
কোন ব্যক্তি ধর্ম অবমাননা করলে বা কটূক্তি করলে সেটার দায় একান্ত তার, পুরো সম্প্রদায়ের নয় বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন।
আজ (মঙ্গলবার) সকালে চট্টগ্রামের গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিদর্শন শেষে মন্দির পরিচালনা পরিষদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
ধর্ম উপদেষ্টা বলেন, “যারা ধর্মীয় স্থাপনা অপবিত্র করে, মাজার-মন্দিরে পাথর নিক্ষেপ করে তারা অপরাধী। এদের কোনো ধর্মীয় পরিচয় নেই। এসব অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা বা ভাঙচুর করা যাবে না।”
তিনি আরও বলেন, “কোনো উপলক্ষে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এসব পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সজাগ থাকতে হবে, যাতে দেশের ধর্মীয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন থাকে।”
এসময় তিনি জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজায় সারাদেশের বিভিন্ন মন্দিরে ৫ কোটি টাকা অনুদান দেওয়া হবে। পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পালন করতে তিনি সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
মতবিনিময় সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিতসহ মন্দির পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।