
বান্দরবান রিজিয়নের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর্থিক সহায়তা
অর্পন কর্মকার, বান্দরবান জেলা প্রতিনিধি, HindusNews
প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি এবং নানান জাতি-সংস্কৃতির মিলনস্থল বান্দরবানে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার ১১টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছে বান্দরবান রিজিয়ন।
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বান্দরবান রিজিয়নের কনফারেন্স রুমে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় পূজামণ্ডপ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় রিজিয়ন কমান্ডার পূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন এবং মোট ১,৫০,০০০ টাকা নগদ আর্থিক সহায়তা ১১টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে তুলে দেন।
বান্দরবান রিজিয়নের জিএসও-৩ (ইন্ট) ক্যাপ্টেন ইসতিয়াক মোহাম্মদ ইরফান আলী বলেন, “পূজা উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের জন্য বান্দরবান রিজিয়ন সার্বিক সহযোগিতা করবে।” তিনি আরও বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় মানুষের পাশে আছে। পাহাড়ের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর।”
তিনি জানান, রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় হিন্দু ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সেনাবাহিনী সর্বদা সচেষ্ট থাকবে।
এই আর্থিক সহায়তা এবং সেনাবাহিনীর সার্বিক সহযোগিতার আশ্বাস বান্দরবানের সম্প্রীতি, সহাবস্থান ও আন্তঃসম্পর্কের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।