
রমনা কালী মন্দিরে জীবন আপন মায়ের পূজা ও শারদ শাড়ি বিতরণ অনুষ্ঠিত
সবুজ দত্ত, ঢাকা প্রতিনিধি,HindusNews:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, কেন্দ্রীয় টিমের আয়োজনে আজ শ্রী শ্রী রমনা কালী মন্দিরে অনুষ্ঠিত হলো জীবন্ত মায়ের পূজা এবং শারদ শাড়ি বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মাটির মায়ের পাশাপাশি জীবন্ত মায়ের সেবা ও ভালোবাসা উদযাপন করেন। একাংশ অংশগ্রহণকারী বলেন, “আজকে আমার মাকে খুব মিস করলাম। পৃথিবীর সকল মা ভালো থাকুক, আমার মায়ের জন্য সকলে আশীর্বাদ করবেন।”
সনাতনী সংগঠক শ্রী টিম্পল পাল এক পোস্টে জানান, “করুণাময়ী দুর্গা মা ও জীবন্ত সকল মায়ের আশীর্বাদে ফিরে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।”
অনুষ্ঠানে দুর্গা পূজা ও শারদ শাড়ি বিতরণের পাশাপাশি মা ও সমাজে নারীর গুরুত্ব নিয়ে আলোচনা হয়। উপস্থিত সকলেই জীবন্ত মায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাদের সেবা ও ভালোবাসার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই ধরনের সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ সনাতনী সমাজে বিশেষ গুরুত্ব বহন করে।