
ডেফোডিল বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি পূজার পরে! শিক্ষার্থীদের ক্ষোভ!
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান ইতিমধ্যেই ছুটি ঘোষণা করেছে। কিন্তু রাজধানীর সাভারে অবস্থিত ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU) পূজার মূল সময় বাদ দিয়ে পূজা শেষে ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের এক নোটিশে বলা হয়,
> “ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম ০১ থেকে ০৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে বন্ধ থাকবে।”
অভিযোগ উঠেছিল, প্রকৃতপক্ষে দুর্গাপূজার মূল দিনগুলো ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১–৪ অক্টোবর ছুটি দিয়েছিল—যা পূজার শেষ দিনগুলোর পরে চলে যাচ্ছিল। এতে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই পূজার মূল সময়ে পরিবার–পরিজনের সঙ্গে মিলিত হতে পারছিলেন না।
তীব্র সমালোচনা ও শিক্ষার্থীদের দাবির পর অবশেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছুটির তারিখ সংশোধন করেছে। সর্বশেষ নোটিশে বলা হয়েছে,
> “ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম ২৮ সেপ্টেম্বর থেকে ০২ অক্টোবর ২০২৫ পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে বন্ধ থাকবে।”
এই সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একজন শিক্ষার্থী বলেন, “এখন অন্তত পূজার মূল দিনগুলোতে পরিবার–পরিজনের সঙ্গে থাকতে পারব।”
বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এমন গুরুত্বপূর্ণ উৎসবে যথাযথ ছুটি না দেওয়া হলে ধর্মীয় সংবেদনশীলতার প্রশ্ন জাগে বলে শিক্ষার্থীরা মন্তব্য করেছেন।