
রংপুরের তারাগঞ্জে প্রতিমা ভাঙচুরের পর পুনরায় প্রতিমা পুননির্মাণ শুরু!
নিজস্ব প্রতিবেদক, HindusNews:
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বরাতী সাহাপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে ভাঙচুর হওয়া প্রতিমা পুনরায় সংস্কারের কাজ শুরু হয়েছে।
প্রতিমা পুনর্নির্মাণের এ কার্যক্রমে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সরেজমিন উপস্থিত থেকে পরিস্থিতি পর্যালোচনা করেছেন।
প্রতিমা ভাঙচুরের ঘটনার পরপরই মন্দির কমিটি, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্য ও কারিগররা দ্রুত সংস্কারের কাজে এগিয়ে আসেন। যাতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে আয়োজন করা যায়, সে লক্ষ্যে প্রশাসনও সহায়তা করছে।
এসময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তাঁরা মন্দির কমিটির সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় নিরাপত্তা ও সহায়তার আশ্বাস দেন।
স্থানীয়রা বলেন, এ ধরনের ঘটনা তাদের মনে আতঙ্ক সৃষ্টি করলেও পূজা উদ্যাপন নির্বিঘ্ন করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।
প্রশাসনের সহায়তা ও নজরদারি থাকলে শান্তিপূর্ণভাবে পূজা আয়োজন করা সম্ভব হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
মন্দির কমিটির নেতারা জানান, প্রতিমা পুনর্নির্মাণের কাজ দ্রুত শেষ করে নির্ধারিত সময়ে পূজা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।