
প্রাণপণ লড়াইয়ের পর মরণব্যাধী ক্যান্সারের কাছে হার অধী সেনের
নিজস্ব প্রতিবেদক, HindusNews:
দীর্ঘদিন প্রাণপণ লড়াই চালিয়ে অবশেষে মরণব্যাধী ক্যান্সারের কাছে পরাজিত হলেন অধী সেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে ক্যান্সার ধরা পড়ার পর থেকেই অধী সেন চিকিৎসা নিচ্ছিলেন। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ারও চেষ্টা হয়েছিল। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচার প্রবল ইচ্ছা ছিল অধী সেনের। কিন্তু সেই ইচ্ছা পূরণ হলো না। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সমাজের নানা শ্রেণিপেশার মানুষ তাঁর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।
অধী সেনের শেষকৃত্য আগামীকাল সকাল ১০টায় তাঁর নিজ বাড়িতে সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে নিশ্চিত করা হয়েছে।