দুর্গাপূজার মুখে কলকাতায় ভয়াবহ বন্যা, মৃত্যু-জখম, মণ্ডপ-বান্ধব প্রস্তুতিতে বাধা!

2 week ago
VIEWS: 190

HindusNews ডেস্ক:

দুর্গাপূজার মাত্র কয়েকদিন অবশিষ্ট থাকতে থাকতে কলকাতায় থেমে নেই ব্যাপক বর্ষণ; রাস্তাঘাটে জল, মণ্ডপ ভেঙে পড়েছে, জনজীবন বিপর্যস্ত— এমন দৃশ্য এখন শহরের নানা প্রান্তে দেখা যাচ্ছে।

রবিবার রাতভর শুরু হওয়া টানা বর্ষণের ফলে মধ্যরাতেই শহরের নিম্নাঞ্চলগুলো জলমগ্ন হয়ে ওঠে। প্রচুর জল জমেছে রাস্তা, ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি এবং দুর্গাপূজা কমিটিগুলোর মণ্ডপে; কিছু মণ্ডপের কাঠামোর একাংশ ভেঙে পড়েছে জলের চাপে।

আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্যমতে, কিছু এলাকায় ঘন্টার মধ্যেই ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এই কারণে শহরের বেশ কিছু অংশে বিদ্যুৎ বাহিত ঝুঁকি বাড়েছে; গত রাত ও ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

পাড়া-মহল্লায় রাস্তাঘাটে যানবাহন চলাচল বন্ধের উপক্রম, বাস ও মেট্রো সার্ভিস জরুরিভাবে সীমিত বা সাময়িক বন্ধ করা হয়েছে। ছাত্রছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়েছে। সরকারি এবং বেসরকারি অফিসগুলোর কাজধারা প্রভাবিত হয়েছে।

পুজো কমান্ডের প্রস্তুতি বিশেষ করে মণ্ডপ-সজ্জার শেষ মুহূর্তের কাজ বেশ ক্ষয়ে গেছে। মন্ডপগুলোর তলে পানি জমে গেছে, আলংকারিক ও কাঠামোগত কাজ বন্ধ হয়ে গিয়েছে। পুজো কমিটিগুলো এখন দ্রুত জরুরি উদ্যোগে নামেছে যাতে সময়ের মধ্যে সব প্রস্তুতি শেষ করা যায়।

আবহাওয়ার ভবিষ্যত পূর্বাভাসে বলা হচ্ছে, আগামী কয়েকদিনে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, নিম্নচাপের কারণে পরিস্থিতি অবনতি হতে পারে।

শহর প্রশাসন, পুরসভার দল ও বিভিন্ন সংস্থা মিলিয়ে অফিসিয়ালি পরিস্থিতি সামলানোর চেষ্টা চলছে। রাস্তার জল নিষ্কাশন, পানির পাম্প ব্যবহার, জরুরি ত্রাণ ও বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা মোকাবিলায় বিশেষ দল কাজ করছে।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন