দেশে প্রথমবার ২৫ মুখ ও ৫০ হাতে রণংদেহী রুপে সজ্জিত মা দুর্গার আগমন

2 week ago
VIEWS: 191

HindusNews ডেস্ক :

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রেলওয়ে হরিজনপল্লীতে এবার দেশের ইতিহাসে প্রথমবার ২৫ মুখ ও ৫০ হাত বিশিষ্ট দেবী দুর্গা আগমন করছেন। শ্রী শ্রী বারোয়ারী দুর্গা মন্দির কমিটির আয়োজনে এবারের দুর্গোৎসবে ভক্তরা দেবীর চামুণ্ডারূপে আরাধনা করবেন। প্রতিমার সঙ্গে থাকছে দুটি সিংহ, একটি অসুর ও একটি মহিষ।

কমিটির সাধারণ সম্পাদক শ্রী রাজু জানান, “২০২২ সালে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর লম্বোদরপুরে ২৫ মুখ ও ৫০ হাত বিশিষ্ট দুর্গাপ্রতিমা দর্শকদের মধ্যে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছিল। সেই প্রত্যাশা থেকেই এবারের প্রতিমা তৈরি করা হয়েছে। আশা করছি, পাবনা জেলার ঈশ্বরদীর পাকশীসহ আশপাশের এলাকায় পূজার মূল আকর্ষণ হবে দেবী দুর্গার এই চামুণ্ডারূপ। তাই এবার রণংদেহী অবতারে দেবীকে সামনে আনা হয়েছে। মণ্ডপের মুখেই রীতি মেনে দুটি সিংহ রাখা হয়েছে।”

শিল্পী উকিল কামার বলেন, “আমি দীর্ঘ ১৮-২০ বছর ধরে প্রতিমা তৈরির কাজ করে আসছি। তবে ১৬ ফুট উচ্চতার ২৫টি মুখ ও ৫০টি হাত বিশিষ্ট দেবীমূর্তি আগে কখনো তৈরি করিনি। এটি আমার কাছে একটি বড় চ্যালেঞ্জ ছিল। প্রতিটি মাথা পরপর বসাতে হয়েছে, তার পরে সেই অনুযায়ী হাত সংযোজন করতে হয়েছে।”

মন্দির সম্পাদক শ্রী সাজু বলেন, “অসুর নিধনে স্বর্গের দেবতারা দুর্গা দেবীকে সৃষ্টি করেছিলেন। নিজেদের অস্ত্রে সুসজ্জিত করে তাকে রণক্ষেত্রে পাঠিয়েছিলেন। রণংদেহী দুর্গার সামনে তখন শুধু মহিষাসুর নয়, নানা ছলে ও কৌশলে অসুর আসছে মা দুর্গাকে আক্রমণ করতে। তাই মায়ের ক্ষিপ্রতা যেন ২৫টি মাথার মতো ঘুরছে। দশ হাত তখন ৫০ হাতের শক্তিতে রূপান্তরিত হয়েছে। মণ্ডপে থাকবে একটি অসুর ও একটি মহিষাসুর এবং দুটি সিংহযোগের দেবীর আসন। এভাবেই রণক্ষেত্রে দুর্গার যুদ্ধংদেহী মেজাজ ফুটিয়ে তোলা হবে।”

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে দেখা যায়, ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের রেলওয়ে হরিজনপল্লীর বারোয়ারী মন্দিরে শেষ মুহূর্তের প্রতিমা সাজানোর কাজ চলছিল। শিল্পীরা রং ও তুলি দিয়ে প্রতিমাকে চূড়ান্ত রূপ দেওয়ার কাজ করছেন। তবে প্রতিমা পূর্ণাঙ্গ রূপে আনতে আরও দুই দিন সময় লাগবে বলে জানান শিল্পী উকিল কামার।

উল্লেখ্য, বাংলাদেশে এর আগে এমন রূপের আরাধনা হয়নি। তবে ২০২৪ সালে উত্তর কলকাতার বরানগরের নেতাজি কলোনি লোল্যান্ড দুর্গোৎসবে ২৩ মুখ ও ৪২ হাতের দুর্গা প্রতিমা নির্মাণ করা হয়েছিল।

পাবনা জেলার ঈশ্বরদীর পাকশীসহ আশপাশের দর্শক ও ভক্তরা এবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২৫ মুখ ও ৫০ হাতের রণংদেহী দুর্গার দর্শন পাবার জন্য মুখিয়ে আছেন।

to join the global Sanatani Hindu Community
Connect with Sanatani Hindus from all over the world — share, learn, and grow together.
Explore Questions, Bhajan Lyrics, Leelas, Feeds, Business Pages, Products, plus Shlokas, Events, Courses, Jobs, Marriage, Help Posts, and more.
মন্তব্য করতে Login অথবা Registration করুন