

শৈলকুপায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ :
ঝিনাইদহের শৈলকুপায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মঞ্জের আলী নামে একজনকে গ্রেপ্তার করেছে।
ঘটনা ঘটে সোমবার ভোরে শৈলকুপার ফুলহারি হরিতলা পূজা মন্দিরে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মঞ্জের আলী মন্দিরে প্রবেশ করে একের পর এক প্রতিমার মাথা ভেঙে পানিতে ডুবিয়ে দিচ্ছেন।
মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস জানান, “আমাদের লোকজন ভোর ৪টা পর্যন্ত এখানে পাহারা দিচ্ছিল। এরপর মঞ্জের আলী এই কাজটি করে। সে অসুর, কার্তিক এবং সরস্বতী সহ ছয়টি প্রতিমার মাথা ভেঙে ফেলে। আমরা সকাল ৯টায় এসে দেখি মূর্তি ভাঙচুর করা হয়েছে।”
কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস বলেন, “মঞ্জের আলী কিছুটা মানসিকভাবে অসুস্থ। আমি শুনেছি যেখানেই পূজা হয় সেখানেই সে যায়। সে আমাদের মন্দিরেও আসে। সে এখানেই খায়। এখন, এই ভাঙচুর কি তার মানসিক অস্থিরতার প্রকাশ নাকি এর পিছনে কোনও ষড়যন্ত্র আছে, আমি আইন প্রয়োগকারী সংস্থাকে এটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার জন্য অনুরোধ করছি।”
শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, “সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। এলাকায় অনুসন্ধানে জানা গেছে যে সে মানসিকভাবে অসুস্থ। তবে বিষয়টি তদন্ত করা হবে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।