
দেবীগঞ্জে গঠিত হলো জামায়াতের অমুসলিম শাখা!
নিজস্ব প্রতিবেদক, HindusNews:
পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর অমুসলিম শাখা গঠন করা হয়েছে।
ঘটনা ঘটে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের সুন্দরদীঘি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত এক সভায়।
দলীয় সূত্র জানায়, সুন্দরদীঘি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে যুব বিভাগের এক সভায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী আটজন সদস্য জামায়াতে ইসলামীর অমুসলিম শাখায় যোগ দেন। পরে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. বেলাল হোসেন তাদের নিয়ে আট সদস্য বিশিষ্ট অমুসলিম শাখার কমিটি ঘোষণা করেন। এতে শ্রী মহেন্দ্র নাথ রায়কে সভাপতি এবং শ্রী মলিন চন্দ্র রায়কে সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন শ্রী উপেন্দ্র নাথ রায়, শ্রী সুজন চন্দ্র রায়, শ্রী সবুজ চন্দ্র রায়, শ্রী সুসান্ত বসুনিয়া, শ্রী ভবানি চন্দ্র রায়, শ্রী সেম চন্দ্র রায় এবং শ্রী জয়দেব চন্দ্র রায়।
এর আগে সুন্দরদীঘি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা শাহ আলীর সভাপতিত্বে যুব বিভাগের একটি সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. বেলাল হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন সুন্দরদীঘি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল বাতেন, যুব বিভাগের সভাপতি মো. শাহিন আলম এবং সেক্রেটারি প্রভাষক আলমাস আলী।
সুন্দরদীঘি ইউনিয়ন জামায়াতে ইসলামের অমুসলিম শাখার সভাপতি শ্রী মহেন্দ্র নাথ রায় বলেন, “জাতীয় পার্টি, আওয়ামী লীগ সবাইকে দেখেছি। এবার জামায়াতে ইসলামীর আচরণ ও সততা দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার। তাই অমুসলিম শাখায় যোগ দিয়েছি।”
দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সবার। মুসলমানদের মতো অন্য ধর্মের ভাইরাও যেন সমান নাগরিক অধিকার ভোগ করতে পারে, সে লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করছে। সুন্দরদীঘি ইউনিয়নের আটজন সনাতন ধর্মাবলম্বীকে নিয়ে প্রথমবারের মতো অমুসলিম শাখার কমিটি গঠন করা হয়েছে।”