
বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বিনিময় সভা অনুষ্ঠিত
অর্পন কর্মকার, বান্দরবান জেলা প্রতিনিধি, HindusNews :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বিনিময় করা হয়েছে। গতকাল ২৩ সেপ্টেম্বর বান্দরবান জেলা শহরে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবের রহমান শামীম। সভার সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক জনাব সাচিং প্রু জেরী।
সভায় প্রধান অতিথি জনাব মাহবুবের রহমান শামীম বলেন, “দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাঙালির এক মিলনমেলা।” তিনি দেশের শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন এবং বিএনপির ‘ধর্ম যার যার, উৎসব সবার’ নীতির প্রতি আস্থা ও সকল ধর্মীয় সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীলতার কথা পুনরায় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, দেশের সকল নাগরিক যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী রাধা গিরিধারী ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ অমল হরি গৌরদাস ব্রহ্মচারী, বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি শ্রী নিখিল কান্তি দাশ, প্রধান পুরোহিত শ্রী ছোটন চক্রবর্তী এবং বান্দরবান শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী রাজেশ্বর দাশ বিপ্লব। এছাড়াও জেলার অন্যান্য পূজামণ্ডপের কমিটির সদস্যগণ এবং বান্দরবান জেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
সভায় উপস্থিত সনাতনী নেতৃবৃন্দ এই উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, এটি সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় তারা পূজার সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব পালনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।